এন্ড্রয়েড ফোন দিয়ে প্রফেশনালদের মত ফটোগ্রাফি করতে, আপনাকে যাদের সাথে চলতে হবে।

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 9/27/2014 02:33:00 am | টিউন বিভাগঃ
আসসালামু আলাইকুম।
আশা করি, আল্লাহর অশেষ রহমতে আপনারা ভাল আছেন।  টেকটিউনস পড়ি কয়েক বছর থেকেই।  নিবন্ধন করা ছিল না।  যখন প্রয়োজন অনুভব করলাম তখন পাই নাই। টেকটিউনস কর্তৃপক্ষকে ধন্যবাদ, নতুন নিবন্ধনের সুযোগ করে দেয়ার জন্য।
এটা আমার প্রথম টিউন, সুতরাং ভুল হলে ক্ষমার দৃষ্টির সহিত দেখবেন (আশাবাদী)।
অনেক কথা শুনাইলাম মনে হয়।  এবার আসেন বকবক করি।
চাইনিজ কোম্পানির অবদানে হোক আর বিরাট কোন নামকরা কোম্পানির অবদানে হোক, এন্ড্রয়েড ডিভাইস এখন প্রায় হাতে হাতে। আমরা কেনার সময় ফিচার চার্টে তাকানোর শুরুতেই চোখ রাখি "কত মেগাপিক্সেল ক্যামেরা "। দেখে কেনা ভাল।
কিন্তু শুধুমাত্র ক্যামেরা ভাল হলেই কি  হল?
নাহ, সাথে এডিটিং এর একটা ব্যাপার (স্যাপার)  থেকেই যায়। অনেকে বলবেন পিসি আছে।
আমি বলি আর কার কার আছে?
না হয় আছে, এন্ড্রয়েড কি খুব পিছিয়ে?  অনেক  এপস আছে এডিটিং করার জন্য।  এখন দরকার শুধু পরচর্চা বা অভিজ্ঞতার।
অনেক টিউন দেখেছি পিসির ফটোশপ নিয়ে, কিন্তু এন্ড্রয়েড নিয়ে কেউ আসেনি।  অনেকেই এপস শেয়ার করেছেন কিন্তু ব্যাবহার বিধি কেউ বলে নি।
কি ভাবতেছেন?  "বাছা কি কয় "
আমি ঠিক কথাই বলি। এখন টেকটিউনস এর ভিজিটরদের অধিকাংশই এন্ড্রয়েড ব্যাবহার কারী।।
আমি আজকে শুধু কয়েকটা এপস এর সাথে পরিচয় করিয়ে দিতে চাই।  চিনে নিবেন দয়া করে...।
আগের চেনা থাকলেও আজকে একটু আলাদা ভাবে চিনে নেবেন।
আগামীতে টিউটোরিয়াল নিয়া হাজির হব ইনশাআল্লাহ।
বকবক শেষ।
1.Snapseed
ছবি এডিটিং করতে গেলে সবার আগে আমরা Brightness,contrast, saturation ইত্যাদি অন্যান্য আলো সংক্রান্ত যায়গায় হাত দেই। তারপর অন্য কিছু। যেমনঃ Effect,Len's flare, HDR effect ইত্যাদি। তার জন্য আমরা এই এপস ইউজ করবো। আমার মনে হয় না এর মত ভাল ফলাফল দিতে পারে এমন দিত্বীয় এপস পাওয়া যাবে..। আমি এর প্রেমে পরে গেছি..।। তাছাড়া এটায় ইফেক্ট দেওয়ার সুবিধাও আছে..।




 Download link একদম শেষে (তাই বলে টিউন পড়া বাদ দিয়েন না)
2.PicsArt
PicsArt
এটা আরো অস্থির একটা জিনিস...।
এরও অনেক ইফেক্ট দেয়া সুবিধা আছে।
ভাললাগে যখন কাস্টম টেক্সট দিয়ে লিখি। Paint করতে করতে মজার একটা জিনিস হয়ে যায়। Lens flare গুলা আরো ভাল লাগে... সাথে Clips Art গুলা এবং নিজে বানানোর প্রকিয়াটা।
টেক্সটে ছবি দেয়া যায়...। এটাকে আমি "A Complete Photoshop " বলি ..। খারাপ লাগে যখন Layer option পাই না। কি হইছে তাই? মজাই মজা। আমার টিউনের সব টেক্সট ইফেক্ট PicsArt দিয়ে করা।
Picsart




(Download link শেষে (("-"))
3. Adobe photoshop Touch
Adobe photoshop
সমস্যা নাই।। আমরা এইটা দিয়া layer এর কাজ সম্পন্ন করবো..।
এর কথা আর কি বলবো??????
আমি চাইনা Adobe কোম্পানিরে আপমান করতি✔ তালি পরে অরফাদ হইয়া যাবে.।।
যেখানে Adobe একটা বিশাল কিছু সেখানে এন্ড্রয়েড এর বেলায় তাদের পিচ্চি একটা ফটোশপ।। দুঃখ আর দুঃখ লাগে।।
Adobe




এই হল আজকের পরিচিতি। এপস গুলা ডাউনলোড দিয়া রাখেন।।।।
এন্ড্রয়েড ফটো এডিটিং (APE) Coming Soon......

ওহ্! ডাউনলোড লিঙ্কই তো দিনাই...।।।
((*_*))
ইজে ন্যান http://upfile.mobi/633852
কি ভাবেন ভুয়া?
না,ডাউনলোড করেন> ইন্সটল করেন> Data connection অন করেন> সার্চ বক্সে এপসএর নাম লিখেন. ডাউনলোড কইরালান!
এখানে গুগল প্লের সব এপ পাওয়া যায়।
এই জন্যে একে গুগল প্লে থেকে ব্যান করা হইছে।। কি মজা।
আফনেগো সমস্যা :
1.
2.
3.
5.
10.
.....


Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon