আমরা অনেকে কাজে অথবা অকাজে এক বা একাধিক ফেইসবুক ইউস করি ।
কিন্তু সেখানে একটা সমস্যা থাকে তা হল বারবার লগ আউট করে নতুন করে সাইন ইন করা বা একসাথে দুই/ততোধিক আইডি ব্যবহার করা যায় না! আমরা যদিও চেষ্টা করে দেখে কয়েকটা ট্যাব খুলে কিন্তু দেখা যায় যে http://www.facebook.com এ গেলে আগের আইডিতেই অটো লগিন হয়ে যায়!
আমি আজ আপনাদের দেখাব কিভাবে এই বিরক্তিকর যন্ত্রনা থেকে মুক্তি পাবেন! তো অপারেশন শুরু করা যাক........................
যদিও সিম্পল একটা কাজ অনেকে হয়ত জানেন তারা না দেখলেও চলবে। কারন সময়ের মুল্য অনেক তাই অবিজ্ঞ ভাইরা না দেখাই ভাল!
এটা তেমন কিছু জাস্ট একটা এড অন্স । আর এর নাম হচ্ছে Multilogin । যা কাজ করবে গুগল ক্রোমে ।
যা আছে এই এড অনসেঃ
- আপনার ইচ্ছামত ফেইসবুক একাউন্ট একই ব্রাউজার ইউস করতে পারবেন ।
- আর আপনাকে বারবার লগিন এবং লগ আউট করে সময় লস করতে হবে না।
কিভাবে ব্যবহার করবেনঃ
- প্রথমে এই লিংকে যান Multilogin
- এড অন্স টি ব্রাউজারে এড করুন ।
- ব্রাউজারের ডানপাশে উপরে কোনায় দেখেন একটা নতুন এড অন এড হয়েছে।
- সেখানে যান যত আইডিতে লগিন করবেন ঠিক তত বার ক্লিক করেন।
- তার দেখবেন নতুন কতগুলো ট্যাব ক্রিয়েট হয়েছে।
- সব ট্যাবে একটা একটা আলাদা আইডিতে লগি করতে পারবেন এখন থেকে!
আজ এই পর্যন্ত ভাল থাকবেন সবাই। আর বুঝতে কোন সমস্যা হলে টিউনমেন্ট করে জানাবেন। যথাসম্ভব চেষ্টা করব দ্রুত রিপ্লাই দিতে ।
ধন্যবাদ সবাইকে ..................।।
ধন্যবাদ সবাইকে ..................।।
ConversionConversion EmoticonEmoticon