আপনারা যারা
সফটওয়্যারটির ফুল ভার্সন খুঁজতেছিলেন তাদের ধন্যবাদ জানানো উচিত টপটিউনার
হোছাইন আহম্মদ ভাইকে যার জন্য আজকের এই টিউনটি করা এবং এরফলে আপনারা $৯৫.৯৫
মূল্যের সফটওয়্যারটির ফুল ভার্সন পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। আপনারা যারা
সফটওয়্যারটি আগে ব্যবহার করেছেন তারা সরাসরি ডাউনলোড সেকশনে চলে যেতে পারেন
আর যারা সফটওয়্যারটি সম্পর্কে কিছুই জানেন না অথবা আজকেই সফটওয়্যারটি
প্রথম নাম শুনেছেন বা ব্যবহার করতে চলেছেন তাদের জন্য সফটওয়্যারটি
সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করবো যাতে আপনারা জেনেশুনে সফটওয়্যারটি
ব্যবহার করতে পারেন। চলুন তাহলে অন্ধ অনুসরন ত্যাগ করে জেনেশুনে কাজ শুরু
করি।
AutoPlay Menu Builder | Price $95.95
AutoPlay
Menu Builder হলো একটি বহুল ব্যবহৃত এবং সবচেয়ে কার্যকর টুলস যার সাহায্যে
আপনি আপনার সিডি বা ডিভিডির অটোমেটিক প্লেয়িং মেনু তৈরী করতে পারবেন। কোন
প্রকার প্রোগ্রামিং জ্ঞান ছাড়া আপনি শুধুমাত্র মাউসের কিছু ক্লিকের মাধ্যমে
একটি চমৎকার মেনু তৈরী করতে পারবেন যা আপনার সিডি-ডিভিডি ড্রাইভে ডিস্ক
প্রবেশ করালে অটোমেটিক পপ-আপ হবে। আর এই মেনুর সাহায্যে আপনি অ্যাপ্লিকেশন
চালু করতে পারবেন, যেকোন ডকুমেন্ট খুলতে পারবেন, গান শুনা বা মুভি দেখা সহ
আরো অনেক কিছু করতে পারবেন। আপনার সিডি ডিভিডির জন্য এটাই হতে পারে
সর্বোত্তম সমাধান। তো চলুন এক নজরে কিছু ফিচার দেখে নেই-
- ব্যবহারের জন্য কোন প্রকার প্রোগ্রামিং জ্ঞান লাগবে না।
- সম্পূর্ণ ইউনিকোড সাপোর্টেড।
- আপনি এর সাহায্যে যেকোন ধরনের এক্সিকিউটেবল ফাইল (.exe)তৈরী করতে পারবেন এবং এটার আলাদা আইকন দিতে পারবেন।
- আপনার মেনু সমুহকে পাসওয়ার্ড প্রটেক্টেড রাখতে পারবেন।
- সব ধরনের অডিও ও ভিডিও ফরমেট সাপোর্ট করবে।
- বিল্ট-ইন মিউজিক প্লেয়ার সহ আরো রয়েছে অনেক ফিচার যা আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না।
আশা
করছি সফটওয়্যারটির ব্যবহার নিয়ে হোছাইন আহম্মদ ভাই একটি টিউন করবেন। কারন
তাকে সফটওয়্যারটির সর্বশেষ ভার্সনটি উপহার দেওয়া হলো। তবে আমি কেবল আপনাদের
একনজরে একটু দেখিয়ে দিতে পারি যে ভেতরে দেখতে কেমন লাগে, কারন কথায়
আছে......
ডাউনলোড এবং ফুলভার্সন একটিভেশন
উপরে
উল্লেখিত ফিচার সমূহের সাথে যদি আপনার প্রয়োজন মিলে যায় তাহলে আপনি
সফটওয়্যারটি নিচের ডাউনলোড লিংক থেকে Latest Version ডাউনলোড করে নিন। আর
যদি প্রয়োজন নাও থাকে তাহলেও পরবর্তি প্রয়োজনের কথা ভেবে রেখে দিতে পারেন।
এর জন্য আপনার কেবল ১০ মেগাবাইট ডাটা অপচয় হতে পারে।
- আপনি যদি আমার দেওয়া জিপ ফাইলটি সফলভাবে ডাউনলোড করে থাকেন তাহলে জিপ ফাইলটি ওপেন করুন এবং setup.exe ফাইলটি রান করুন। স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন এবং ইনস্টল শেষে সফটওয়্যারটি রান করুন। তাহলে নিচের মতো চিত্র দেখতে পাবেন।
- এখন চিহিৃত জায়গাতে আপনার প্রজেক্ট এর জন্য একটা নাম দিন এবং পাশের ব্রাউজ অপশন থেকে আপনার প্রজেক্ট ফাইলটি কোথায় রাখবেন সেটা দেখিয়ে দিন এবং ওকে বাটন চাপুন। তাহলে নিচের মতো উইন্ডো আসবে।
- আপনার মেনুকে পাসওয়ার্ড প্রটেকটেড রাখতে চাইলে পাসওয়ার্ড দিতে পারেন আর পাসওয়ার্ড দিতে না চাইলে Never Prompt অপশন চাপুন। তাহলে সাধারন ভাবে সফটওয়্যারটির বেসিক উইন্ডো দেখতে পাবেন। এখন চলুন ফুল ভার্সনটা করে ফেলি। নিচের মতো করে Help অপশন থেকে Register অপশনে ক্লিক করুন।
- এখন নিচের মতো উইন্ডো দেখতে পাবেন। চিত্রে দেখানো User Name হিসাবে Sanem Mahbeer Fahad টাইপ করুন।
- সিরিয়াল নাম্বার এর জন্য আমার দেওয়া মেডিসিন ফোল্ডারটা ওপেন করুন এবং Medicine.exe ফাইলটি রান করুন। তাহলে নিচের মতো চিত্র দেখতে পাবেন। দুটি চিত্র আমি এখানে একত্রে ব্যবহার করেছি, আশা করি বুঝতে সমস্যা হবে না। প্রথম চিত্রে জেনারেট বাটনে ক্লিক করলে আপনি দ্বিতীয় চিত্রে সিরিয়াল-নাম্বার পেয়ে যাবেন। তারপর শুধু কপি অপশনে ক্লিক করুন।
- উল্লেখিত কাজটি করতে পারলে আপনার সিরিয়াল নাম্বারটি ক্লিপবোর্ডে কপি হয়ে থাকার কথা। আপনার কপি হওয়া সিরিয়াল-নাম্বার উপরের বক্সে পেস্ট করে দিন। তাহলেই নিচের চিত্রের মতো দেখতে পাবেন যেখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে সুন্দর একটি ধন্যবাদ জানানো হয়েছে।
আশা
করি টিউনটি আপনারা সুন্দর ভাবে বুঝতে পেরেছেন। মানুষ ভুলের উর্ধ্বে না,
আপনাদের সামনে সফটওয়্যারটি উপস্থাপনের ক্রুটি আশা করি ক্ষমা সুন্দর
দৃষ্টিতে দেখবেন। আমরা এখন টিউনটির একেবারেই শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি।
তবে যাবার আগে কিছু কথা রয়েছে এখনো বাকি.........
ConversionConversion EmoticonEmoticon