ফেসবুকের Photo Verification লক খুলার সহজ পদ্ধতি 100%

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 1/24/2015 07:42:00 pm | টিউন বিভাগঃ
***যেভাবে লক খুলবেনঃ প্রয়োজনীয় উপকরণঃ
(১) একটি সাদা খাতা
(২) একটি কলম।
প্রথমে আপনার আইডি লগইন করুন তারপর Continue ক্লিক করে Captcha এনট্রি করে Start এ ক্লিক করুন। দেখবেন ফটো সাথে কিছু নাম। যে ফটোটা আসবে তার নাম খাতায় লিখে রাখুন। যেমন টিনের চালে কবুতরের একটি ছবি এসেছে। আপনি খাতায় লিখুন “”টিনের চালে কবুতর””। এরপর এর পাশে ফেসবুক ছবিটা দিয়ে যেসব লোকের নাম দিয়েছে তাদের নাম পরিষ্কার করে লিখে ফেলুন। এভাবে প্রতিটা ফটোর নাম এবং ফেসবুকের দেয়া নামগুলো একটা একটা করে খাতায় লিখে রাখুন । কমপক্ষে দশ মিনিট পর আবার ফটো ভেরিফিকেশন করার
চেষ্টা করবেন এবং উপরে উল্লেখিত নিয়মে আবার খাতায় সব লিখে রাখুন । এভাবে চেষ্টা করলে দেখবেন যে ফেসবুক আবার সেই আগের ছবিগুলোই দিচ্ছে । এবার মিলিয়ে দেখুন । প্রথমবার “টিনের
চালে কবুতরের নিচে যে নামগুলা ছিলো পরের বারের নাম গুলোর সাথে মিলান । দেখবেন একটা নাম মিল আছে এবং এটা তারই ছবি । এভাবে একসময় সব ফটো আপনার কমন পরবে।
(প্রয়োজনে তৃতীয়বার খাতায় লেখুন) আইডি :খুলে গেলে দুই রাকাত নফল নামাজ পড়ে মহান আল্লাহর প্রতি কৃতগ্গতা প্রকাশ করতে ভুলবেন না প্লিজ।
(পদ্ধতি ২)
ফটো ভেরিফিকেশন খোলার
সর্বশেষ পদ্ধতি===>
১. গুগলে যান (অন্য আরেকটা মোবাইল বা পিসি দিয়ে)
২. এখন আপনার ফেবুতে ফটো ভেরিফিকেশনের সময় একটি ছবির সাথে ৬ জন বন্ধুর নাম থাকবে ।
৩. গুগল ইমেজ সার্চে লিখুন facebook + আপনার বন্ধুর নাম । যেমন: আপনার বন্ধুর নাম sumon bappy হলে লিখবেন facebook+sumon bappy
৪. এবার গুগল সার্চে আপনি অনেককাল ছবি দেখতে পাবেন। যদি কোন ছবি আপনাকে ভেরিফাই করতে দেওয়া ছবির সাথে মিলে যায় তাহলে বুঝবেন সেটা তারই ছবি । আর যদি না মিলে তাহলে বাকি ৫ জনের নাম দিয়ে একইভাবে ট্রাই করতে থাকুন।
৫.এভাবে প্রতিটা ফটোর নিচে যে নামগুলা থাকে একটা একটা করে আগ পর্যন্ত)
৬. এরপরেও ছবিগুলো সনাক্ত না করতে পারলে আপনি ২টি প্রশ্ন স্কিপ করতে পারবেন। এছাড়াও সবগুলো প্রশ্নে ১টি উত্তর ভুল হলেও আপনাকে পাশ করিয়ে দেওয়া হবে । প্রশ্নের
উত্তর ঠিকভাবে দেবার পর আপনার পাসওয়ার্ড রিসেট করতে বলা হবে । নতুন পাসওয়ার্ড দিয়ে এরপর সহজেই আপনি আপনার একাউন্ট ফিরে পেতে পারবেন । পোষ্টটি ভালো লাগলে জানাবেন আর ফেসবুকে লিংক শেয়ার করে অন্যকে জানার সুযোগ দিবেন।

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon