স্মার্টফোনকে মডেম হিসেবে কম্পিউটারে ব্যবহার..........

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 1/23/2015 07:48:00 am | টিউন বিভাগঃ
চাইলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের চলা স্মার্টফোনকে মডেম হিসেবে কম্পিউটারে ব্যবহার করতে পারেন।এ ক্ষেত্রে ফোনে ইন্টারনেট সংযোগ সক্রিয় থাকতে হবে।ফোনের ডেটা কেব্লের সঙ্গে কম্পিউটার যুক্ত থাকলে তখন ফোন মডেম হিসেবে কাজ করবে আর কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করা যাবে।

এ জন্য কম্পিউটারের ইউএসবি পোর্টে ডেটা কেব্ল ফোন যুক্ত করুন। অ্যান্ড্রয়েড ৪.২.২ সংস্করণের জন্য MenuSettings-এ যান। এখানে Mobile networks চেপে Data connection-এ গিয়ে মুঠোফোনের যে ইন্টারনেট কম্পিউটারে ব্যবহার করবেন সেটি চালু করে নিন। আবার Settings থেকে More Wireless-এ যান।এখানে Tethering & portable hotspot চাপুন।
USB tethering-এ চাপলে সেটি চালু হয়ে যাবে এবং ফোনের ইন্টারনেট কম্পিউটারে ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েডের অন্যান্য সংস্করণের জন্য ওপরের নিয়মে Tethering & portable hotspot খুঁজে নিয়ে USB tethering সক্রিয় করে দিলে ফোন মডেম হিসেবে কাজ করবে।

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon