কি পিসি ভর্তি ফাইল, জায়গা নেই তাহলে দেখে নিন কোন কোন ফাইল গুল ডাবল বা তার বেশি রয়েছে মাত্র একটি সফটওয়্যার ব্যাবহার করেই।

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 1/30/2015 10:36:00 pm | টিউন বিভাগঃ
প্রথমেই আমার সালাম নিবেন। আসা করি সবাই ভাল ও সুস্ত আছেন। আজকে আপনাদের সঙ্গে যে সফটওয়্যার টি ব্যাবহার করব তা হোল ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার। অনেক সময় এই আপনার পিছি তে অনেক গান, সফটওয়্যার, মুভি সহ অনেক কিছু ডাবল বা তার বেশি থাকে যা আপনি হয়ত খুজে খুজে বের করতে অনেক সময় লাগবে ও নিখুঁত ভাবেও বের করে ডিলিট করা তা সম্ভব হয়ে উঠে না। তাই এই সফটওয়্যার টি আপনাদের দিবে সব কিছুরেই সমাধান।

Duplicate Cleaner Pro 3.2 ভার্সনঃ


এই সফটওয়্যার টি অনেক মজার একটি সফটওয়্যার যা ব্যাবহার থেকে শুরু করে কাজ করে সেই ভাবে। সফটওয়্যার টির মাধ্যমে আপনি কি কি করতে পারবেন তা দেখুন আগেঃ
  • পিছি এর ডুপ্লিকেট ফাইল খুজে বের করা সেটা যত গুলই থাকুক না কেন।
  • ফাইল এর নাম,ফরমেট, সাইজ এর ভিতিত্তে খুজা।
  • সহজেই সফটওয়্যার টির মাধ্যমে ডিলিট করতে পারবেন।
  • একদম সিম্পল এক সফটওয়্যার।
  • ইমেজ সহ সকল প্রকার ফাইল সাপোর্ট করে।
তো দেরি কেন উপকারি এই সফটওয়্যার টি সংগ্রহে রাখুন আর মজা করে অপ্রয়োজনীয় ডাবল ফাইল গুল ডিলিট করে ফেলুন।

সফটওয়্যার টি সাইজ মাত্র ১০ এমবি, তো দেরি না করে ডাউনলোড করে ফেলুন
ডাউনলোড করে নিন।

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon