আপনি কি কাষ্টম রোম ব্যবহার করেন বা করবেন তাহলে এই টিউনটিই একদিন খুজবেন।

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 1/30/2015 10:38:00 pm | টিউন বিভাগঃ
এখন কম বেশি সবাই কাষ্টম রোম ব্যবহার করি বা করতে চাই।।এই কাষ্টম রোম ফ্লাশ নিয়ে অনেকেই টিউন করেছেন।।কিন্তু আজ আমি অন্যরকম একটা টিউন করছি।যা কাষ্টম ব্যবহার ফ্লাশ দেওয়ার প্রথম ধাপ।।
আমরা যখন cwm/twrp (.img) ফাইল মোবাইল টুলস দিয়ে দেই তখন এটা না ভেবেই দেই যে,এটা কি আমার ফোনের জন্য না অন্যফোনের জন্য আবার এটাও জানি না যে এটা কি বাগ ফ্রি।।অনেক সময় অন্য ফোনের (.img) বা বাগ ফ্রি না এমন ( .img) দিয়ে দিয়ে ফ্লাশ দিতে গিয়ে বড় সমস্যায় পড়তে হয়।।তার মধ্যে clock word mood তো হয়ই না+ রেকোভেরি মুডে যাওয়ার প্রশ্নই উঠে না।।আরেকটা সমস্যা তো আছেই যা আপনার মাথা নষ্ট করে দিবে।।সেটা হল আপনি আর সেট রিস্টোর দিতে পারবেন না।।তাহলে এমন সময় কি করবেন???অনেক ফাও পেচাল পারলাম।।এবার আসল কাজ শুরু।।
সর্বপ্রথম আল্লাহতালাকে স্মরন করুন এবং কাজ শুরু করুন।।
  • +প্রথমেhttp://apkdreams.com/2014/04/flashify-for-root-users-v1-7-3-apk-pro/&quot> এখান থেকে ফ্লাশিফাই ডাউনলোড করুন।।মোবি আনকেল টুলস দিয়ে হবে না।
  • +তারপর এখান থেকে রিবুরটার ডাউনলোড করুন।
  • +এবার কেবল মাত্র আপনার মোবাইল জন্য তোইরি করা cwm/twrp. img ফাইল ডাউনলোড করুন।।
  • +এবার ফ্লাশিফাই দিয়ে recovery img ইন্সটল দিন।
  • +এবার রিবুরটার ইন্সটল করে অপেন করুন এবং recovery mode এ যেয়ে ওকে করুন।।দেখুন কাজ হয়েছে।।রিকোভেরি মুডে চলে গেছে।।
এবার কাষ্টম রোমও নিবে+রিস্টোরও নিবে।।
ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য।।

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon