আমরা জানি বর্তমান বিশ্বে প্রযুক্তির উন্নতির সাথে সাথে দক্ষ ও অভিজ্ঞ
প্রোগ্রামারদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে অপরদিকে বাংলাদেশ একটি জনবহুল
দেশ হয়েও এখানকার অনেক মেধাবী আইটি শিক্ষার্থীদের যথেষ্ঠ সুযোগ এবং সঠিক
দিক নির্দেশনার অভাবে তাদের যোগ্যতা অনুযায়ী দেশে এবং উন্নত বিশ্বে নিজেদের
কর্ম উপযোগী করে উপস্থাপন করতে পারছে না।
আর এজন্যই তথ্য প্রযুক্তিতে বর্তমান বিশ্বের কর্মক্ষেত্রের চাহিদার উপর ভিত্তি করে এবার ডিজেআইটি "জাভা এবং এন্ড্রয়েড" প্রোগ্রামিং এর উপর বিশেষ প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে। শুধুমাত্র প্রশিক্ষণই নয়, পাশাপাশি আইটি প্রফেশনালদের সিভি রাইটিং, রিমোট ওয়ার্কিং এবং চাকুরীর ইন্টারভিউতে নিজেকে সঠিকভাবে উপস্থাপনের মাধ্যমে দেশে এবং বিদেশে কর্ম উপযোগী করে গড়ে তুলার লক্ষ্যে ডিজেআইটি কতৃক সকল ধরনের সহযোগিতা প্রদান করবে।
উল্লেখ্য, ডিজেআইটি শুরু থেকে জাপানসহ উন্নত বিশ্বে বাংলাদেশের আইটি শিক্ষার্থীদের উন্নত প্রশিক্ষণ এবং ভাষা শিক্ষার মাধ্যমে চাকুরির সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করে আসছে৷
আর এজন্যই তথ্য প্রযুক্তিতে বর্তমান বিশ্বের কর্মক্ষেত্রের চাহিদার উপর ভিত্তি করে এবার ডিজেআইটি "জাভা এবং এন্ড্রয়েড" প্রোগ্রামিং এর উপর বিশেষ প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে। শুধুমাত্র প্রশিক্ষণই নয়, পাশাপাশি আইটি প্রফেশনালদের সিভি রাইটিং, রিমোট ওয়ার্কিং এবং চাকুরীর ইন্টারভিউতে নিজেকে সঠিকভাবে উপস্থাপনের মাধ্যমে দেশে এবং বিদেশে কর্ম উপযোগী করে গড়ে তুলার লক্ষ্যে ডিজেআইটি কতৃক সকল ধরনের সহযোগিতা প্রদান করবে।
উল্লেখ্য, ডিজেআইটি শুরু থেকে জাপানসহ উন্নত বিশ্বে বাংলাদেশের আইটি শিক্ষার্থীদের উন্নত প্রশিক্ষণ এবং ভাষা শিক্ষার মাধ্যমে চাকুরির সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করে আসছে৷
যারা অংশগ্রহন করতে পারবে:
কম্পিউটার ও আইটি বিষয়ে শেষবর্ষে অধ্যয়নরত বা সদ্য গ্র্যাজুয়েট শিক্ষার্থী ও আইটিতে চাকুরিরত।
প্রশিক্ষণের এর সময়সূচি :
"জাভা অথবা এন্ড্রয়েডের এই বিশেষ প্রশিক্ষনটি থাকছে ৩০০ ঘন্টা
এবং সপ্তাহে ৩-৪ দিন, সন্ধা ৬:০০ টা থেকে ১০:০০ টা পর্যন্ত।
আরো যা থাকছে:
কোর্স টি পরিচালিত হবে সম্পূর্ণ প্রজেক্ট ভিত্তিক,
প্রথম সারির শিক্ষার্থীদের জন্য উন্নত বিশ্বের আইটি কোম্পানিতে ইন্টারভিউ এর সুযোগ,
দেশে এবং বিদেশে নিজেকে সঠিকভাবে উপস্থাপনের ক্ষেত্রে সিভি রাইটিংসহ ইন্টারভিউ ট্রেনিং এর ব্যবস্থা,
রিমোট ওয়ার্কিং ও আউটসোর্সিং কাজের অভিজ্ঞতা,
এছাড়াও প্রতিটি ব্যাচ এ থাকছে মেধাবীদের জন্য স্কলারশিপ এর সুবিধা।
ConversionConversion EmoticonEmoticon