যেকোনো মোবাইল দিয়ে অপেরা মিনি ব্যবহার করে ফেসবুকের কাভার ফটো চেঞ্জ করুন খুব সহজেই!(১০১% গ্যারান্টি কাজ করবেই)

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 2/27/2015 12:45:00 am | টিউন বিভাগঃ
আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আমরা যারা এন্ড্রেড মোবাইল ব্যবহার করি তারা সহজেই ফেসবুক অ্যাপ ব্যবহার করে কাভার ফটো চেঞ্জ করতে পারি।
সমস্যা হয় তাদের যাদের এন্ড্রেড মোবাইল থাকে না এবং কাভার ফটো চেঞ্জ করতে পারে না।
খুব ইচ্ছা করে সবার মতো কাভার ফটো চেঞ্জ করতে কিন্তু তা সম্ভব হয় না।
কারণ মোবাইল দিয়ে ফেসবুকের কাভার ফটো চেঞ্জ করা যায় না।
যায় তবে ফেসবুক অ্যাপ ব্যবহার করে, কিন্তু এই অ্যাপ শুধু এন্ড্রেড আর উন্নত মানের মোবাইল এ ব্যবহার করা যায়।
জাভা সিম্বিয়ান মোবাইল এ এই অ্যাপ ব্যবহার করা যায় না।
তাই আমি একদম নতুন একটি পদ্ধতি নিয়ে এসেছি কাভার ফটো চেঞ্জ করার জন্য।
এই ট্রিক সব ধরনের মোবাইলে কাজ করবে।
এর আগে অনেকেই হয়তো এই বিষয়ে টিউন করেছে কিন্তু সেগুলো ভুয়া বা কাজ করে না।
আমার এই ট্রিক ১০১% কাজ করবে।
এই কাজ টি করতে হবে যেকোনো একটি অপেরা মিনি দিয়ে।
আর এই কাজ টি করতে হবে ফেসবুকের পিসি ভার্সন এ গিয়ে।
প্রথমেই আপনি যেই ফটো কাভার ফটো তে দিতে চান সে ফটো ফেসবুক এ গিয়ে অনলি মি রেখে আপলোড করুণ।
তাঁরপর আপনাকে অপেরা মিনি তে ধুকতে হবে তাঁরপর ফেসবুকের পিসি ভার্সন এ চলে যেতে হবে।
যেকোনো উপায়ে পিসি ভার্সন এ চলে জান।
যদি না পারেন তাহলে এখানে ক্লিক করে পিসি ভার্সন এ চলে জান।
পিসি ভার্সন এ যাওয়ার পর উপরের দিকে দেখবেন আপনার নাম আর সাথে প্রোফাইল পিকচার আছে।
তাঁরপর আপনার নামের মধ্যে ক্লিক করুণ।
পিসি ভার্সন থেকে আপনার প্রোফাইল এ যাওয়ার পর একটু নিচে দেখুন Update Cover Photo লেখা আছে।
তাঁরপর Update Cover Photo লেখা তে ক্লিক করুণ।
তাঁরপর পুরো পেজ লোড হওয়ার পর একদম নিচে চলে আসুন।
একদম নিচে আসার পর দেখবেন 'Choose From My Photos Add Synced Photo...' লেখা আছে।
Choose From My Photos Add Synced Photo... ক্লিক করার পর দেখবেন একটু আগে জেই ফটো টা অনলি মি রেখে আপলোড করেছেন সেই ফটো টা দেখাচ্ছে।
এখন সেই আপলোডকৃত ফটো তে ক্লিক করুণ।
এখন উপরে এসে দেখুন কাভার ফটো এর স্থানে সেই ফটো টা আর একটু নিচে দেখুন Save Changed লেখা আছে।
এখন Save Changed লেখাতে ক্লিক করুণ।
ব্যাস্‌ হয়ে গেল কাভার ফটো।
সবাই ভালো করে একটু ট্রাই করুণ ১০১% কাজ করবে।
আমি নিজেই এই পদ্ধতি তে খুব সহজে কাভার ফটো চেঞ্জ করি। এখন থেকে আপনি ও পারবেন আসা করি।

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon