একই সাথে হাজার হাজার ছবি রিসাইজ করুন, ব্রাইটনেস বাড়ান-কমান কোন রকম ফটোশপ জ্ঞান ছাড়া।

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 3/22/2015 07:52:00 pm | টিউন বিভাগঃ
যেটা দিয়ে খুব সহজে ছবি রিসাইজ সহ আরও কিছু ছোট খাটো ফটোশপের বিকল্প কাজ করা যাবে। আমি নিজেও অনেক সময় টিউন করার সময় ছবি রিসাইজ করি না, যেটা অনেক সময় টিউনকে দেখতে খারাপ করে দেয়। টিউন দেখতে সুন্দর এবং গোছালো হলে টিউডাররা পড়েও অনেক মজা পায়।

অনেক খুজতে খুজতে আজকে মনে হলো দারুণ একটা সফটওয়্যার পেলাম। আমার নিজের খুব পছন্দ হলো, খুব সুন্দরভাবে রিসাইজ সহ, সাইজ কমানো, কম্প্রেস করা, কালার কন্ট্রাস্ট এ্যাডজাস্ট করা যায়। আপনারা হয়তো বলবেন এটা কীভাবে ফটোশপের ব্যতিক্রম হলো। আসলে ছবি সম্পাদনার জন্য ফটোশপের বিকল্প খুঁজে বের করা কঠিন। তবে যারা নতুন টিউনার কিন্তু ভালো ভাবে ছবি এডিট করতে পারছে না, তাদের অনেক কাজের হবে এই ছোট্ট সফটওয়্যারটি।
খুব ভালো ভাবে ছবি রিসাইজ করতে পারবে তারা। তাছাড়া আরও কিছু সফটওয়্যার আছে যা ছবি রিসাইজ করার কাজে লাগে, কিন্তু এক সঙ্গে অনেক গুলা ছবি এডিট করার অপশন নাই সেখানে। কিন্তু এই সফটওয়্যার টি সেই আশাও পূর্ণ করবে। তাই বসে গেলাম টিপস মূলক এই টিউনটি করার জন্য। আশা করি সফল হবো।

সফটওয়ারটির বৈশিষ্ট্যঃ

  • আপনি ইচ্ছামতো ছবি রিসাইজ করতে পারবেন এক ক্লিকে।
  • JPEG, GIF, PNG তে ছবি রুপান্তর সেকেন্ডের ব্যাপার।
  • ছবির আউটপুট দেখতে পাবেন সাথে সাথে ডুয়াল মুডের মাধ্যমে।
  • এক সঙ্গে হাজার হাজার ছবি রিসাইজ, একই ফরমেটে করতে পারবেন।
  • এরকম আরও অনেক দারুণ দারুণ ফিচার আছে সফটওয়্যারটিতে।

কীভাবে করবেনঃ

এতোগুলো কঠিন কাজ সহজে করে দিবে রিয়োট – RIOT (Radical Image Optimization Tool). আরও বড় ব্যাপার পেইড সফটওয়্যারের মতো ভয়ে ভয়ে ব্যবহার করার ব্যাপার নাই। অর্থাৎ সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি-ওয়্যার।
অথবা এখান থেকে
অন্যান্য সকল ভার্সন পাবেন এই লিঙ্কে

কীভাবে সম্পাদনা করবেনঃ

  • প্রথমে আপনি সফটওয়্যারটি ওপেন করুন। তখন নিচের ছবির মতো উইন্ডো ওপেন হবে।

  • সেখান থেকে Open এ ক্লিক করুন। তারপর আপনি যে ছবি রিসাইজ করতে চান সেটাতে ক্লিক করুন। সেটা ওপেন হলে নিচের ছবির মতো ওপেন হবে।
১ এ আপনার সিলেক্ট ছবি, আর ২ এ আউটপুট। নিচের তীর চিহ্নিত অপশন থেকে আপনি JPEG, GIF, PNG ইত্যাদি ফরমেট চুজ করতে পারবেন, তারপর আপনি কোয়ালিটি কেমন চান তাও ঠিক করতে পারবেন।

  • তারপর তীর চিহ্নিত অপশন থেকে আপনি ছবির সাইজ ঠিক করে দিতে পারবেন। যেমন টেকটিউনসের মিনিমাম আপলোড ছবি সাইজ ৩০০/৩০০ করে দিতে পারবেন। তবে আরও একটু বেশি সাইজের ছবি দিলে ভালো দেখাবে। যেমন, এখানে যে ছবি দেখছেন এটির সাইজ ৭৫০/৫০০। এভাবে আপনার পছন্দ মতো ছবি সেট করুন। Aspect Ratio টিক না উঠালে অটোমেটিক রিসাইজ নিবে। সেহেতু এটার টিক উঠিয়ে দিন।

  • তারপর অপশন থেকেও আপনি আপনার পছন্দ মতো সাইজ বা সেটিং অপ্টিমাইজ করে রাখতে পারেন, যা সবসময় ঐ সাইজে আউটপুট দিবে।

  • নিচের ছবি দেখে আরও স্পষ্ট হয়ে নিন।

  • এবার আমরা দেখবো কীভাবে একের অধিক ছবি এক সঙ্গে রিসাইজ করবো। প্রথমে নিচের ছবির মতো Batch অপশনে প্রবেশ করুন।

  • এবার নতুন উইন্ডো ওপেন হবে। সেখান থেকে Add images থেকে আপনি আপনি যতোগুলা একই এইসাইজ করতে চান তা সিলেক্ট করুন। নিচের ছবি দেখুন। আরও যে অপশন টার কাজ নিচে বর্ণনা করা হয়েছে।

  • নিচের ছবির মতো Ctrl চেপে আপনার সকল সিলেক্ট করুন। তারপর ওপেন ক্লিক করুন।

  • নিচের ছবির মতো ছবিগুলা ওপেন হবে। তারপর বাম পাশের অপশন থেকে আপনার সব ছবিগুলা যে সাইজে করতে চান তা ঠিক করে দিন। তারপর আউটপুট ছবি গুলা যেখানে সেভ করতে চান তা ঠিক করে দিন। তারপর Start এ ক্লিক করুন।

  • ব্যস আপনার ছবিগুলা নিচের ছবির মতো নির্দিষ্ট লোকেশনে আপনার পছন্দ মতো সাইজে সেভ হয়ে যাবে। নিচের ছবির মতো -ok চলে আসবে।

এবার ছবিগুলা আপনি টেকটিউনসে টিউনের সময় এক এক ব্যবহার করুন। Small Size দেখাবে না, আবার সব ছবি সুন্দরভাবে গোছানো আকারে থাকবে। আপনার টিউন অন্যদের থেকে অনেক সুন্দর এবং গোছানো হবে। টিউডাররা আপনার টিউন পরে মজাও পাবে।
আশা করি সমস্যা হবে না।

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon